Monday, 16 April 2018

কত কথা হতো


কত কথা হতো
আঁকা বাঁকা পথে
তোমাতে আমাতে

এক সাথে চলা
কোনো অজুহাতে
হাতে হাত ধরে

কাঁধে মাথা রেখে
গুনগুন করে, গাইতে যে তুমি,
শুনতাম আমি শুধু চুপ করে

তারাগুলো যত
জোনাকির মতো
হাতছানি দিতো

বালু নিয়ে আমি
আঁকতাম ঘর
দিঘা বালুচরে

ঢেউ গুলো হেঁসে
ছুটে ছুটে এসে
যেত ভালোবেসে

জানিনা কি হলো
সেই দিন গুলো
কেন চলে গেলো

আজ তুমি আমি
একসাথে থাকি
তবু থাকি দূরে

ঢেউ গুলো যেন
চিৎকার করে 
ঘুরে ফিরে মরে
মনের কোণেতে 

কত কথা হতো
আঁকা বাঁকা পথে
তোমাতে আমাতে

Friday, 8 December 2017

বাদবাকি সবাই বেকার

বাদবাকি সবাই বেকার
চারদিকে চীৎকার
চাকরির হাহাকার

জব চাই জব দাও
বলে যত ছেলেমেয়ে
কতশত পাস দিয়ে
ঘুরছে হন্নে য়ে
সব জব পোর্টালে
বেকার সিভিগুলি ঝোলে
নেই শেষ কোন চাহিদার

ঐদিকে রাতারাতি
দালালেরা দিনেরাতে
শতশত কাজ আছে
এই লে ছড়াচ্ছে গুজব
নিচ্ছে অনেক টাকা
মিথ্যে জবাবে ঢাকা
তাদের যত স্বপ্নের জব
আছে কি এর কোন প্রতিকার?

কেউ কেউ চাকরি পায়
সাবান, বাসন, তেল বেচার
বাকি কেউ ঘুঁস দিয়ে
ভাল ভাল পাস দিয়ে
রে ফেলে চাকরির বাজার

বাদবাকি সবাই বেকার
চারদিকে চীৎকার
চাকরির হাহাকার

দিনরাত

দিনরাত, রাতদিন
গুনগুন সুর তুলে
গাইতে পারেনা তবু গেয়ে চলে মন
কত চেনা সুর এসে
ঘোরে শুধু আসে পাসে
ছেড়ে আসা ছেলেবেলার মতন

স্কুলের রেলিংধারে
হজমি, আইস্কিৃমওয়ালা
আজও দেখি আছে সেখানে
পাড়ার খেলার মাঠ
আড্ডা মারার রক
যায়নি যে অন্যখানে

আমি শুধু ছেড়েছি শহর
কঠিন হয়েছে পথ
নিজেরি এ পেটের টানে
চেনা লোক, চেনা ভাষা
চেনা প্রেম ভালবাসা
ফেলে আসা চেনা বাড়িঘর


তাই এ বেসুরো মন
দেশে ফিরে এসে খালি
দিনরাত, রাতদিন
এলোমেলো গান গায়
খুঁজে যদি ফিরে পায়
মনেতে জড়িয়ে থাকা
হারান সে সহজ জীবন

Monday, 27 November 2017

আজ রাতটা না হয়

আজ রাতটা না হয় তুমি বঁধু
আমার সাথেই কাটিয়ে গেলে

চাঁদের আলোয় ভাসা তারা গুলো
তোমায় কেমন চলছে লে
সময় কভু ছাড়ার  নয়
আজ রাতটা না হয় তুমি কেবল
আমার কাছেই হারিয়ে গেলে।

কথা শোন বাতাস, নদীর
তারাও কেমন বইছে অধীর
বলছে সবুজ ঘাসের বুকে
ভালবাসার কিছু গল্প ছবি
মনের মাঝে না হয় এঁকেই গেলে।

আজ রাতটা  
না হয় তুমি শুধু
আমার সাথেই কাটিয়ে গেলে

অনেক কথাই বলব তোমায়
মৃদু মধু হাওয়ায় ভেসে
অন্ধকারের আলোয় মিশে
হাল্কা হব ভালবেসে

সে মোরা আজ দুজনায়
খুঁজব সাথে হারিয়ে যাওয়া
আমাদেরি দুটি হৃদয়
বন্ধু আমার যেওনা লে
তোমার চোখেই নদী, চোখেই সাগর
মনটা আমার উথাল পাথাল
পায় না যে তীর, পায় না নাগাল
আজ রাতটা না হয় 
ঐ দরিয়ায়
ডুবটা আমায় দিতেই দিলে

আজ রাতটা না হয় তুমি প্রিয়া
আমার সাথেই কাটিয়ে গেলে

Sunday, 16 April 2017

শান্তি বন্দনা














ওম শান্তি
ওম শান্তি
ওম শান্তিহি

অনলে অনীলে শান্তি
সাদায় কালোয় মিলে শান্তি
আকাশে বাতাসে শান্তি
আমার ধরায় তোমার ধরায়
ধরা পড়ুক সবার শান্তি
ওম শান্তি

রে উঠুক ভোরের শান্তি
দুপুর বেলার সজাগ শান্তি
বিকেল বেলার খেলার শান্তি
সন্ধ্যে বেলার মিলন শান্তি
রাতের বেলার ক্লান্ত শান্তি
ফুটুক দিবারাত্রি শান্তি

চক্ষে শান্তি কর্ণে শান্তি
বক্ষে মর্মে বর্ণে শান্তি
জিভে জীবে শিবে শান্তি
কায়, মন, বাক্যে, শান্তি
শব্দে শান্তি, স্তব্ধে শান্তি
তালে, সুরে, ছন্দে শান্তি
নৃত্য গানে নিত্য শান্তি
দূরন্ত, অফুরন্ত শান্তি
প্রতিধ্বনি, প্রতিবিম্বে শান্তি
ছবি প্রতিচ্ছবিতে শান্তি

অনলে অনীলে শান্তি
সাদায় কালোয় মিশে শান্তি
আকাশে বাতাসে শান্তি
আমার ধরায় তোমার ধরায়
ধরা পড়ুক সবার শান্তি
ওম শান্তি

স্থলে জলে অম্বরে শান্তি
চলাচলের পথে শান্তি
চান্চল্যে স্থিরতায় শান্তি
শৌর্যে, বীর্যে, ধৈর্য্যে শান্তি
চিরাচরিত চরাচরে
শুদ্ধ শান্তি সৌম্য শান্তি

আল্লা, কেষ্ট, ক্রিস্টে শান্তি
আনন্দে কষ্টে শান্তি
খাদ্যে, জলে, স্থলে শান্তি
নারী-পুরুষ মাঝে শান্তি
জন্ম-জীবন-মরন শান্তি
কর্মে, ধর্মে অমর শান্তি
যন্ত্রে, মন্ত্রে, সবল শান্তি
সমস্ত যন্ত্রনার শান্তি
গ্রহে উপগ্রহে শান্তি
কবরে চিতায়, আত্মা শান্তি
চিন্তা শান্তি, চিত্ত শান্তি
ওম শান্তি আমিন শান্তি




অনলে অনীলে শান্তি
সাদায় কালোয় মিলে শান্তি
আকাশে বাতাসে শান্তি
আমার ধরায় তোমার ধরায়
ধরা পড়ুক সবার শান্তি
ওম শান্তি

ত্যাগে শান্তি ভোগে শান্তি
সংসারে, বৈরাগ্যে শান্তি
অভাবে বৈভবে শান্তি
মানব জাতির গতি শান্তি

অর্থে শাস্ত্রে অস্ত্রশস্ত্রে
দুর্ভিক্ষ, বন্যা, খরায় শান্তি
প্রেমের এই প্রার্থনার স্বরে
গুরু গুরু আকাশ জুড়ে
জলধি ধারায় মনের শঙ্কা
বিনাশ য়ে বাজুক ডঙ্কা
রৌদ্র জলের মিষ্টি হাতে
রামধনূ বীনায় বাজুক শান্তি

সূর্য্য, চাঁদের স্নেহের ছোঁয়ায়
সোনালী, রূপালি মুগ্ধ শান্তি
একি আলোর নানান ভাষায়
যুদ্ধ হারুক ভালবাসায়
পৃথিবীর এই ছোট্ট বাসায়
শান্তি আসুক সবার আশায়
ভিতরে বাহিরে কোমল শান্তি
দেশে বিশ্বে ছুটুক শান্তি
ঘরে ঘরে আজ পূজুক শান্তি
একি অসীম ছাদের তলায়
পান্চজন্যে বাজুক শান্তি

অনলে অনীলে শান্তি
সাদায় কালোয় মিশে শান্তি
আকাশে বাতাসে শান্তি
আমার ধরায় তোমার ধরায়
ধরা পড়ুক সবার শান্তি
ওম শান্তি
পরিবেশে আজ অপরূপ বেসে
আকাশে, বাতাসে হেসে, দুলে ভেসে
মন প্রাণ ভরে সাজুক শান্তি
প্রতিবেশীর মনে আসুক শান্তি
রাজ্যে রাজনীতিতে শান্তি
খেলায় কলায় জেতায় হারায়
শিক্ষা-দীক্ষা পরিভাষায়
বিজ্ঞানে বাণিজ্যে শান্তি

শান্তি বীজে বসুন্ধরায়
সেজে উঠুক সবুজ শান্তি
ঢেউয়ে হাওয়ায় ডানা মেলুক
বাষ্প হয়ে মেঘের সাথে
জলের মত সহজ ভাষায়
ফিরে আসুক বৃষ্টি ধারায়
হারিয়ে যাওয়া মাটির শান্তি
প্রাচির, পাঁচিল, দেওয়াল ভেঙে
বেরিয়ে এসে ছড়িয়ে পড়ুক
সবার মনে লুকিয়ে থাকা
বহু প্রাচীন গভীর শান্তি


অনলে অনীলে শান্তি
সাদায় কালোয় মিলে শান্তি
আকাশে বাতাসে শান্তি
আমার ধরায় তোমার ধরায়
ধরা পড়ুক সবার শান্তি
ওম শান্তি

কর্মে, কামে, ক্রোধে, লোভে
ঈর্ষা, আলস্যেতে শান্তি
সুখে, শান্তিতে শান্তি
শক্তি, প্রেম, পবিত্রতায়
আনন্দে জ্ঞানে শান্তি
সুখ-দুঃখের অটুট সাথি
রূপে, গুনে সত্য শান্তি

নূতন পুরাতনে শান্তি
নানামতে মাতুক শান্তি
হাসি-কান্নার বন্ধুর পথে
বন্ধু হয়ে থাকুক শান্তি
শিকল ছিঁড়ে সবাই মিলে
মুক্ত করি খাঁচার থেকে
আটকে থাকা মনের ভ্রান্তি
নীল আকাশে মেলুক ডানা
ভেঙ্গে দিয়ে মিথ্যা মানা
আদরের এই বিহঙ্গ শান্তি

অনলে অনীলে শান্তি
সাদায় কালোয় মিশে শান্তি
আকাশে বাতাসে শান্তি
আমার ধরায় তোমার ধরায়
ধরা পড়ুক সবার শান্তি
ওম শান্তি

ওম শান্তি
ওম শান্তি

ওম শান্তিহি