Monday, 27 November 2017

আজ রাতটা না হয়

আজ রাতটা না হয় তুমি বঁধু
আমার সাথেই কাটিয়ে গেলে

চাঁদের আলোয় ভাসা তারা গুলো
তোমায় কেমন চলছে লে
সময় কভু ছাড়ার  নয়
আজ রাতটা না হয় তুমি কেবল
আমার কাছেই হারিয়ে গেলে।

কথা শোন বাতাস, নদীর
তারাও কেমন বইছে অধীর
বলছে সবুজ ঘাসের বুকে
ভালবাসার কিছু গল্প ছবি
মনের মাঝে না হয় এঁকেই গেলে।

আজ রাতটা  
না হয় তুমি শুধু
আমার সাথেই কাটিয়ে গেলে

অনেক কথাই বলব তোমায়
মৃদু মধু হাওয়ায় ভেসে
অন্ধকারের আলোয় মিশে
হাল্কা হব ভালবেসে

সে মোরা আজ দুজনায়
খুঁজব সাথে হারিয়ে যাওয়া
আমাদেরি দুটি হৃদয়
বন্ধু আমার যেওনা লে
তোমার চোখেই নদী, চোখেই সাগর
মনটা আমার উথাল পাথাল
পায় না যে তীর, পায় না নাগাল
আজ রাতটা না হয় 
ঐ দরিয়ায়
ডুবটা আমায় দিতেই দিলে

আজ রাতটা না হয় তুমি প্রিয়া
আমার সাথেই কাটিয়ে গেলে