Friday, 8 December 2017

বাদবাকি সবাই বেকার

বাদবাকি সবাই বেকার
চারদিকে চীৎকার
চাকরির হাহাকার

জব চাই জব দাও
বলে যত ছেলেমেয়ে
কতশত পাস দিয়ে
ঘুরছে হন্নে য়ে
সব জব পোর্টালে
বেকার সিভিগুলি ঝোলে
নেই শেষ কোন চাহিদার

ঐদিকে রাতারাতি
দালালেরা দিনেরাতে
শতশত কাজ আছে
এই লে ছড়াচ্ছে গুজব
নিচ্ছে অনেক টাকা
মিথ্যে জবাবে ঢাকা
তাদের যত স্বপ্নের জব
আছে কি এর কোন প্রতিকার?

কেউ কেউ চাকরি পায়
সাবান, বাসন, তেল বেচার
বাকি কেউ ঘুঁস দিয়ে
ভাল ভাল পাস দিয়ে
রে ফেলে চাকরির বাজার

বাদবাকি সবাই বেকার
চারদিকে চীৎকার
চাকরির হাহাকার

দিনরাত

দিনরাত, রাতদিন
গুনগুন সুর তুলে
গাইতে পারেনা তবু গেয়ে চলে মন
কত চেনা সুর এসে
ঘোরে শুধু আসে পাসে
ছেড়ে আসা ছেলেবেলার মতন

স্কুলের রেলিংধারে
হজমি, আইস্কিৃমওয়ালা
আজও দেখি আছে সেখানে
পাড়ার খেলার মাঠ
আড্ডা মারার রক
যায়নি যে অন্যখানে

আমি শুধু ছেড়েছি শহর
কঠিন হয়েছে পথ
নিজেরি এ পেটের টানে
চেনা লোক, চেনা ভাষা
চেনা প্রেম ভালবাসা
ফেলে আসা চেনা বাড়িঘর


তাই এ বেসুরো মন
দেশে ফিরে এসে খালি
দিনরাত, রাতদিন
এলোমেলো গান গায়
খুঁজে যদি ফিরে পায়
মনেতে জড়িয়ে থাকা
হারান সে সহজ জীবন