বাদবাকি
সবাই বেকার
চারদিকে চীৎকার
চাকরির হাহাকার
জব চাই জব দাও
বলে যত ছেলেমেয়ে
কতশত পাস দিয়ে
ঘুরছে হন্নে হ’য়ে
সব জব পোর্টালে
বেকার সিভিগুলি ঝোলে
নেই শেষ কোন চাহিদার
ঐদিকে রাতারাতি
দালালেরা দিনেরাতে
শতশত কাজ আছে
এই ব’লে ছড়াচ্ছে গুজব
নিচ্ছে অনেক টাকা
মিথ্যে জবাবে ঢাকা
তাদের যত স্বপ্নের জব
আছে কি এর কোন প্রতিকার?
কেউ কেউ চাকরি পায়
সাবান, বাসন, তেল বেচার
বাকি কেউ ঘুঁস দিয়ে
ভাল ভাল পাস দিয়ে
ভ’রে ফেলে চাকরির বাজার
বাদবাকি সবাই বেকার
চারদিকে চীৎকার
চাকরির হাহাকার
চারদিকে চীৎকার
চাকরির হাহাকার
জব চাই জব দাও
বলে যত ছেলেমেয়ে
কতশত পাস দিয়ে
ঘুরছে হন্নে হ’য়ে
সব জব পোর্টালে
বেকার সিভিগুলি ঝোলে
নেই শেষ কোন চাহিদার
ঐদিকে রাতারাতি
দালালেরা দিনেরাতে
শতশত কাজ আছে
এই ব’লে ছড়াচ্ছে গুজব
নিচ্ছে অনেক টাকা
মিথ্যে জবাবে ঢাকা
তাদের যত স্বপ্নের জব
আছে কি এর কোন প্রতিকার?
কেউ কেউ চাকরি পায়
সাবান, বাসন, তেল বেচার
বাকি কেউ ঘুঁস দিয়ে
ভাল ভাল পাস দিয়ে
ভ’রে ফেলে চাকরির বাজার
বাদবাকি সবাই বেকার
চারদিকে চীৎকার
চাকরির হাহাকার