কত কথা হতো
আঁকা বাঁকা পথে
তোমাতে আমাতে
এক সাথে চলা
কোনো অজুহাতে
হাতে হাত ধরে
কাঁধে মাথা রেখে
গুনগুন করে, গাইতে যে তুমি,
শুনতাম আমি শুধু চুপ করে
শুনতাম আমি শুধু চুপ করে
তারাগুলো যত
জোনাকির মতো
হাতছানি দিতো
বালু নিয়ে আমি
আঁকতাম ঘর
দিঘা বালুচরে
ঢেউ গুলো হেঁসে
ছুটে ছুটে এসে
যেত ভালোবেসে
জানিনা কি হলো
সেই দিন গুলো
কেন চলে গেলো
আজ তুমি আমি
একসাথে থাকি
তবু থাকি দূরে
ঢেউ গুলো যেন
চিৎকার করে
ঘুরে ফিরে মরে
মনের কোণেতে
কত কথা হতো
আঁকা বাঁকা পথে
তোমাতে আমাতে