Sunday, 16 April 2017

পোট্রেট





















তুমিই আমার মনের মাঝে লুকিয়ে ছিলে
বাসে, ট্রেনে জালনা দিয়ে চুল উড়িয়ে
তোমায় খুঁজেছি
পাহাড়ে বা সমুদ্দুরে
গাছের তলায় ঝাউয়ের নে
লেবু চায়ে চুমুক দিয়ে
তোমার সাথেই ডুবেছি
সাদা সাদা মেঘের ভেলায় ভাসত আমার মন
তোমার মুখই খুঁজে যেতাম আমি সারাক্ষন
সামনে এখন এলে যখন
ভাবছি কখন প্রেম নিবেদন
করি তোমার কাছে গিয়ে
যদি তুমি না লে দাও
মুখটা যদি সরিয়ে নাও
সেই কুন্ঠায় মনের কথা মনেই রেখেছি
তুমিও যখন খুঁজবে আমায় আমার মতন রে
আসব তখন সামনে তোমার পক্ষিরাজে ড়ে
মুখের হাঁসি থামছে না আজ মনে আমার খুসির জোয়াড়
কল্পনাকে সত্যি যে আজ এঁকে ফেলেছি
কোনায় আমার নাম না লিখে ফুলের তোরা এঁকেছি

No comments:

Post a Comment